এক নজরে ১নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদ
কালের স্বাক্ষী বহনকারী ভৈরবের তীরে গড়ে ওঠা হয়রত পীর খাজা খানজাহান আলী (রঃ) স্মৃতি বিজরিত বাগেরহাট জেলার অন্তর্গত বাগেরহাট সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো যাত্রাপুর ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ যাত্রাপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ইউনিয়নের নাম - ৬ নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন স্থাপনের তারিখ : ১৯৬১ খ্রিঃ
ইউনিয়নের আয়তন : ৬.৬৭১ বর্গ কিঃ মিঃ
ইউনিয়নের সীমানা : উত্তরে- বিষ্ণুপুরইউ ও যাত্রাপুর ইউ. পি, দক্ষিনে ডেমা ইউ.পি,
পূর্বেঃ বাগেরহাট পৌরসভা ও বেমরতা ইউ.পি,এবং পশ্চিমে- ষাটগম্বুজ ইউ.পি।
মোট জমির পরিমাণ : ৮৪৯০ একর
এক ফসলী জমি : ১১২০ একর
দুই ফসলী জমি : ১৯২ একর
মৌজা সংখ্যা : ২৪ টি
গ্রামের সংখ্যা : ২৪ টি
জনসংখ্যা : ৩৩,৫৫২ জন
পুরুষ : ১৭,৩৩৬ জন
মহিলা : ১৬,০১৬ জন
মোট ভোটার সংখ্যা : ২৩,১৭৯ জন
পুরুষ ভোটার সংখ্যা : ৭৮২০ জন
মহিলা ভোটার সংখ্যা : ৭৮৩১ জন
মোট খানা : ৭২৭৯ টি
স্বচ্ছল পরিবারের সংখ্যা : ১২০০ টি
অস্বচ্ছল পরিবারের সংখ্যা : ৪৬০০ টি
জেলের সংখ্যা : রেজিঃ ০২টিসমিতি ১১০জন|
শিক্ষার হার : ৬৫%
কলেজ : নাই
আলিম মাদ্রাসা : ০১ টি
দাখিল মাদ্রাসা : ০৩টি
হাফেজিয়া মাদ্রাসা : ৪টি
মাধ্যমিক বিদ্যালয় : ০৪ টি
সরকারি প্রাথমিক বিদ্যালয় : ১৪ টি
বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় : ০৩ টি
হাট-বাজার : ০৩টি
ব্যাংক : নাই
ডাকঘরের সংখ্যা : ০৩ টি
মসজিদের সংখ্যা : ৬২ টি ছোট/ বড়
মন্দিরের সংখ্যা : ৩১ টি সার্বজনীন ও ব্যক্তিগত।
খোয়ারের সংখ্যা : ০৩ টি
সরকারি পুকুর : ১০ টি
ব্যক্তিগত পুকুর : ১৫০টি(পানি পানের যোগ্য)
পাকা রাস্তা : ১৩৫ কিঃমিঃ
এইচ বি রাস্তা : ১৮৭ কিঃ মিঃ
কাচাঁ রাস্তা : ১৬৯ কিঃমিঃ
ব্রীজ : ০২ টি
আয়ের উৎস : ধান/পান/মৎস্য ঘের/নারকেল/সুপারি/ব্যবসা/ চাকুরী।
ঘেরের সংখ্যা : ১২৫৬টি
ভি,জি,ডি, : ২৪০টি
যোগাযোগ ব্যবস্থা
সড়ক পথ (পাকা এইচ বি ও কাচাঁ রাস্তা)
কাজের দায়িত্ব:
ক) যোগাযোগ;
খ) শিক্ষা, কৃষি, স্বাস্থ্যও পরিবার কল্যাণ;
গ) পানীয় জল সরবরাহ;
ঘ) সংস্কৃতি ও সমাজকল্যাণস্বাস্থ্যঃ
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রঃ ০১টি
পরিবার পরিকল্পনা অফিস( বিভাগ)
পরিবার পরিকল্পনা পরিদশির্ক-১জন
পরিবার কল্যাণ পরিদশির্কা- ৭ জন
পরিবার কল্যাণ পরিদশির্কা-১জন
আয়া – ০১ জন
কমিউনিটি ক্লিনিক -২টি
স্যাটেলাইট ক্লিনিক-৮টি|
লোকসংখ্যা-
পুরুষ-১৭,৫৮১ জন|
মহিলা-১৬৯১৪ জন
মোট-৩৪৪৯৫ জন
কর্মপরিধি : ইউনিয়ন ব্যাপী
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS